যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী থেকে মঙ্গলবার রাতে সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। পায়ের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের আনিস শেখ (২৬), হাসিয়াল গ্রামের জীবন ফকির (২১), এনামুল শেখ (৩০) এবং জয়নগর গ্রামের রিয়াদ শিকদার (১৯)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি এম মশিউর রহমান।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/ফারজানা