জামালপুরে ট্রাকের ধাক্কায় মুকুল নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বিনন্দেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় রবিন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে প্রায় দু'ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব