আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, ‘আওয়ামী লীগের ঘরোয়া কোন্দলকে কেউ পুঁজি করতে পারবে না। বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সমস্যা থাকতেই পারে। যথাসময়ে এর সমাধানও হবে’।
বুধবার মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন এলাকায় গণসংযোগে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আমিরুল আলম মিলন মোরেলগঞ্জের কালিকাবাড়ি, নিশানবাড়িয়া, খাউলিয়া, শরণখোলা উপজেলার তাফালবাড়ীয়া, আমড়াগাছিয়া, পহলানবাড়ী বাজারে গণসংযোগ করেন।
মিলন আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে কে হবেন দলীয় প্রার্থী তা শুধু নেত্রীই জানেন। তিনি যাকে মনোনয়ন দিবেন তার হয়েই সকলে মাঠে থাকবেন। পঁচাত্তরের ঘাতকরা বসে নেই। তারা এখনো আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর উত্তরসূরিদের হত্যার পরিকল্পনা চালাচ্ছে। তাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাগী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিৎ করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন’।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব