মেহেরপুরে প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক খসড়া জেলা কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর প্রতিবন্ধি ফাউন্ডেশন ও এসডিএসএর এর আয়োজনে এ কর্মশালা আয়োজন করা হয়।
বুধবার বেলা ১২টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে দুইদিন ব্যাপী এ কর্মশলায় সভাপতিত্ব করেন আকলিমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিং। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেসের আলী, এসডিএস এর কোষাধাক্ষ্য রায়হানুর রহমান, প্রজেক্ট কোঅডিনেটর বদরুজোদা নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। তারা প্রতিবন্ধীদের বিভিন্ন আধিকার নিয়ে মতবিনিময় সভা ও কর্ম পরিকল্পনা পেশ করে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব