জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্বীকৃতিতে রাঙামাটির র্যালিতে মানুষের ঢল নেমেছে। শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের উদ্যোগে আনন্দ র্যালি উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
রাঙামাটি সদর উপজেলা এলাকায় বঙ্গবন্ধু ভাস্কর্য এলাকা থেকে বর্নাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় রাঙামাটির সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। আনন্দের আমেজ ছড়িয়ে পরে রাঙামাটি পুরো শহরে। সকাল থেকেই মাইক্রোফোনে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণে সরব পুরো এলাকা।
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সদর জোনের জোন কমান্ডার রেদুওয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা