জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায় আজ বগুড়ায় বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা হয়েছে। আজ বগুড়া জিলা স্কুলে স্থাপিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, সদর থানা কমান্ডার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ। বিশাল র্যালীতে জেলার সকল সরকারী ও অসরকারী প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
আলোচনা সভাশেষে জিলা স্কুল থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার