বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা রেজাউল করিম বাচ্চুকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় ধুনট উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করলেও সে অনুষ্ঠানে যোগ না দেয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের কর্মীরা তাকে চেয়ার দিয়ে মারপিট করে। আহত রেজাউল করিম বাচ্চু প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন।
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ স্বপন জানান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সে যোগ না দিয়ে উপজেলা পরিষদের একটি কক্ষে বসে ছিল। এসময় ছাত্রলীগের কর্মীরা সেটি দেখতে পেয়ে তাকে যোগদানের বিষয়ে বলতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অন্যান্য নেতৃবৃন্দ এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা রেজাউল করিম বাচ্চু বলেন, জাতীয় এই অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য জনপ্রতিনিধিদের নোটিশ দেওয়া হয়েছে। একারণে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গিয়েছি। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাকে হামলা চালিয়ে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, কে বা কারা এঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। এবিষয়ে অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেবন।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এমন হামলার ঘটনার খবর পাওয়া যায়নি এবং এমন ধরনের কোন ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার