নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ৪৪৩ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বিকেলে মৌখাড়া ইসলামিয়া কলেজ মাঠে কল্লোল ফাউন্ডেশনের সভাপতি মোক্তাদিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেট ও বঙ্গবন্ধুর আত্নজীবনী বই তুলে দেন সাবেক মৎস ও পশু সম্পদ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোহেলি কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত অভিজিত বসাক, পৌর মেয়র বারেক সরদার, বড়াইগ্রাম থানা (ওসি) শাহরিয়ার খাঁনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদকে রুখে দিয়ে আগামী প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সরকার দেশকে বিশ্ব দরকারে উচ্চ মর্যাদায় আসীন করেছে আর তরুণ প্রজন্ম তা ধরে রাখতে কাজ করে যাবে।
সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর, ক্লোজ-আপের শিল্পী রন্টিসহ আরো অনেকে গান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার