মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ জুয়েল হোসেন (৩৫) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। আজ উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত জুয়েলের কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার ও একটি গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল হোসেন কাজিপুর মুন্সিপাড়ার ইনদারুল হকের ছেলে।
গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান জানান, জুয়েল অস্ত্র নিয়ে কাজিপুর ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জুয়েল সম্প্রতি বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার