রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা নিহত হন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীহার এলাকার দুর্গাপুর-কাঁটাখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাওসার হোসেন (১৮) ও মুক্তার হোসেন (১৭)। এর মধ্যে কাওসার আলী উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে এবং মুক্তার হেলাল আলীর ছেলে। কাওসার ঘটনাস্থলে এবং মুক্তার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে পুলিশ তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, কাওসার হোসেন রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কাঁটাখালীর দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরীহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আমগাছে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কাওসার। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তার হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসী। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজে নিজেই সড়ক দুর্ঘটনা ঘটায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই লাশের ময়নাতদন্ত করা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন