দিনাজপুরের বিরল উপজেলা থেকে মোটরসাইকেলসহ অজ্ঞাতপরিচয় (৪৩) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ সরকার জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধান ক্ষেতে পড়ে মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৭/হিমেল