ফরিদপুরে এনজিও ফাউন্ডেসন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালিটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, অধ্যাপক এমএ সামাদ, অধ্যাপক মোঃ শাহজাহান, এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, একেকে’র নির্বাহী পরিচালক আব্দুল জলিল, বিএফএফ’র নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, আভা’র পরিচালক সুরেশ চন্দ্র হালদার, এসডিসি’র পরিচালক কাজী আশরাফুল হাসান, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, ডিএমবি’র পরিচালক মোঃ ইব্রাহিম প্রমূখ।
সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এবং প্রয়াত ঢাকার মেয়র আনিসুল হকের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল