লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও হায়দরগঞ্জ মডেল স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। আজ (শনিবার) সকালে স্কুল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৫টি বেসরকারী ও সরকারী বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী এ পরীক্ষা অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন হায়দরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোজহারুল হক তছলিম হাওলাদার ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোঃ মঞ্জুর হোসেন সুমন। এ সময় উপস্থিত ছিলেন, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক।
উল্লেখ্য, প্রতিবছর হায়দরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিমিটেড এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল