জসনে জুলুছসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদ গাহ মাঠ থেকে এক বর্ণাঢ্য জসনে জুলুস বের করা হয়।
জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বে বের হওয়া জুলুছটি কালেমা তাইয়েবা খচিত ব্যানার ফেস্টুন নিয়ে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিলাদুন্নবী এর জুলুছে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গাউসিয়া কমিটি খাগড়াছড়ির জেলা শাখার উদ্বোগে গাউসিয়া মসজিদে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল আলম। ওয়াজ করেন মাওলানা আলহাজ জাহেদুল ইসলাম তালুকদার, মাওলানা আলহাজ আব্দুল মালেক। এছাড়া বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটির জেলা শাখার আহ্বায়ক আলহাজ সালে আহমদ ও সদস্য সচিব মো: জহুরুল আলম।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল