লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আহলে সুন্নত আল জামায়াত রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের রতনপুর মোহাম্মদীয়া মাদ্রাসা থেকে র্যালি শুর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন তরিকত ফেডারেশনের মহাসচিব ও সংসদ সদস্য লায়ন এম আউয়াল। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ জুনায়েদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু, সোহেল চৌকিয়া, মহিন উদ্দিন সুজন, ভাটরা ইউনিয়নের তরিকত সভাপতি খোরশেদ পাটোয়ারী প্রমুখ।
তরিকত ফেড়ারেশনের মহাসচিব বলেন, হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে আজ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। শান্তির পথ খুঁজতে হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শে উজ্জিবিত হতে সকল মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল