ফেনীর দাগনভুঁইয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে এ উপলক্ষে আজ শনিবার দাগনভুইয়া আল নূর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে র্যালি, অলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার সকাল ৮টায় পৌর শহরের ইয়ারপুর আল নূর জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আল নূর জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা, বায়রার সাবেক চেয়ারম্যান আবুল বাশার, পৌর কাউন্সিলর মো. নুরুল হুদা সেলিম, ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল হুদা হুদন, ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল আফসার আঘাত, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম শাহীন, পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী যুবলীগ সহ-সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মিয়াজীসহ ইয়ারপুর এলাকাবাসী ও প্রায় কয়েকশ মানুষ মিলাদুন্নবীর র্যালিতে অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব