টেকনাফে ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের পুলিশের চেকপোষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ (রেঃ নং-কক্স-ল-১১-১৪৪৩) দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. সৈয়দ (২১) ও একই এলাকার মৃত আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম (১৯)। উদ্ধার ইয়াবাসহ আটক যুবকদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার