ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বগুড়া রোডের জাকের পার্টির কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাকের পার্টির কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জাকের পার্টি কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাকের পার্টি অনুসারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম