পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় মোক্তারপাড়া ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্বদেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
পরে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ও মাওলানা আহমাদুল হকসহ অন্যান্যরা।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও জেলাভিত্তিক বার্ষিক সবীনা খতম, ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল