বিজয়ের মাসের দ্বিতীয় দিনে বরিশালের ৩ জন বীরঙ্গনার মাঝে গরু বিতরন করেছে নারী সংগঠন চেস্টা। শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ৩ বীরঙ্গনার হাতে গরু তুলে দেওয়া হয়।
সেই ৩ বীরঙ্গনা হলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আতিহার বিনাগ্রামের কানন গোমেজ, একই উপজেলার সুজনকাঠী গ্রামের মমতাজ বেগম এবং গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের নুরজাহান বেগম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, নারী সংগঠন চেস্টার সভাপতি সেলিনা বেগম শেলী, সহসভাপতি রাফেয়া আবেদীন, সাধারন সম্পাদক লায়লা নাজনীন হারুন, আইন বিষয়ক সম্পাদক সাদিকুন নাহার পাপড়ী এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ভিখারুন্নেছা হোসেন চিনু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর