পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিচ ক্লিন অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিপিপির উদ্যোগে আজ দুপুরে এর উদ্বোধন করেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান। পরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানভির রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আ.করিম, সিপিপি বিভাগীয় উপ-পরিচালক আ.রশিদ, কুয়াকাটা পৌর মেয়র আ.বারেক মোল্লা. সহকারী কমিশনার (ভ‚মি) খন্দকার রবিউল ইসলাম প্রমুখ।
এসময় মহিপুর থানা পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, সিপিপির উপজেলার ৯ ইউনিটের সদস্যবৃন্দসহ পর্যটকরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা বলেন, সৃষ্টির অপার দান আমাদের সবার প্রিয় কুয়াকাটা সৈকত আরো বেশি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার তাবীর রহমান বলেন, জনসংযোগের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার