নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকা থেকে শিউলি রাণী কুন্ডু (৪৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
শিউলি রাণী কুন্ডু ওই এলাকার সুদেব কুমার কন্ডুর স্ত্রী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রায় ২৪ বছর আগে মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকার মৃত নরেশ কন্ডুর ছেলে সুদেব কুন্ডুর সাথে বিয়ে হয় শিউলির। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এম মেয়ে সন্তান হয়। কিন্তু তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়ার সৃষ্টি হতো। গত কয়েক দিন থেকেই তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শিউলি রাণী নিজ ঘরের আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানান যাবে।
তবে নিহতের ভাই আনন্দ কুমার দাবি করেছেন, পারিবারিক বিষয়ে গত কয়েকদিন ধরে ঝগড়া হয়ে আসছিল। এরই জেড়ে শিউলি রানীকে হত্যা হরা হয়েছে।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম