বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকা থেকে মাকে মারধরের অভিযোগে মেয়ে মুনা আক্তারকে আটক করেছে পুলিশ। আজ একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক মুনা আক্তার ওই এলাকার মো. হান্নানের মেয়ে ও নগরের জর্ডন রোডের বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে মুনার স্বামী মাদকাসক্ত। তার সঙ্গে থেকে মুনাও মাদকাসক্ত হয়ে গেছেন। দুপুরে বাবার বাসায় গিয়ে মুনা তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায় তার মাকে মারধর করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার