ধামরাইয়ে বাসচাপায় নিহত অজ্ঞাতপরিচয়ে (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দেওয়ান জানান, বাসচাপায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম