পাবনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার দুপুর ২টার দিকে শহরের নূরপুর ডাকবাংলার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত এক যাত্রীর নাম বদিউজ্জামান (৪৫)। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামে। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, দুপুরে পাবনা পৌর এলাকার নূরপুর এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ঈশ্বরদী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক সিএনজি যাত্রী নিহত হয়। অপর নারী যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা অশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/আরাফাত