বগুড়ার নন্দীগ্রামে বাসচাপায় ইসমাইল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন খানকা শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি গাইবান্ধায় ঠিকাদারী ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে আরোহী ইসমাইল নিহত হন।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম