হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় বাসচাপায় আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম উপজেলার হরষপুর গ্রামের আলফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইটভাটার কাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমিনুল। এসময় হাফিজপুরে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম