জুয়া খেলার দায়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় সাতজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন (২৫), শামীম (২৪), আব্দুল আজিজ (৪৫), তপন কুমার রায় (২৪), গজেন চন্দ্র (৩০), জাহিনুর রহমান (২৪), মশিয়ার রহমান (৩২) ও মশিয়ার রহমান (৩৪)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম