বরিশালে অভিযান চালিয়ে আজ গাঁজাসহ মো. ইউনুস ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। নগরের ফলপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। ইউনুস ফকির উপজেলার গৈলা এলাকার ফকির বাড়ির মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে।
মহানগর ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান জানান, নগরের ফলপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় আড়াই’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার