কেরানীগঞ্জ থানার ভাংনা হাটখোলা এলাকা থেকে পিস্তল ও গুলিসহ আজিজুর রহমান তুষার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার