কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও মহানগর ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাতে নগরীর কান্দিরপাড় সংলগ্ন লাকসাম রোডের খোরশেদ আলম পৌর বিপনীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
রাত ১১টায় ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে আবু ও শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ‘গ্রেফতারকৃত আবুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ৬টি মামলা রয়েছে, তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে আবুর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায়ই সে জামিনে রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০২ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান