দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পাথরঘাটা নদীর শ্মশান ঘাট এলাকা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই কিশোরের নাম প্রদীপ পাল (১৫)।
রবিবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রদীপ একই উপজেলার বড়হাট নাপিতপাড়া এলাকার পালানু পালের ছেলে।
দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আককাস আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর