হবিগঞ্জ শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামনে থেকে অজ্ঞাতপচিয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সেই নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা কোড়া হচ্ছে।
রবিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর