কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে মো. আব্দুল আলীম (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে সাতটি হাতবোমা ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রবিবার সকালে র্যাব-১১ পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুল আলীম উপজেলার গাজীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ উপ পরিচালক মেজর সৈয়দ আরিফুর রহমান জানান, শনিবার রাতে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে কয়েকজন সন্ত্রাসী প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আটক আলীমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর