স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমুহে মেডিকেল টেকনোলজিষ্ট পদে অদক্ষ ও সনদবিহীন লোকবল নির্মুলসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন শেষে তারা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
দাবিগুলো হচ্ছে, মেডিকেল টেকনোলজিষ্টদের ১০ম গ্রেড প্রদান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল বোর্ড গঠন, স্থগিতকৃত নিয়োগ দ্রুত চালুকরণ, প্রাইভেট প্রাকটিস নীতিমালা প্রনয়ন ও স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক মাইনরস দ্রুত বাস্তবায়ন।
মানববন্ধনকালে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) দিনাজপুর শাখার সভাপতি তানভীর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোস্তফা হাবিব, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য মাসুদুল হাসান সাদ্দাম, দুলাল হোসেন, আব্দুল কাফি ও ফয়সাল কায়ুউম নাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল