ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক রিক্সাচালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কারারচরে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক সামসুল হক (৫০) শিবপুর উপজেলার কামারগাঁও এলাকার মৃত আলী আকবরের ছেলে।
এ ঘটনায় রিক্সা যাত্রী কামারগাঁও গ্রামের বাদল মিয়াসহ আরো ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। আহত প্রাইভেটকার চালক ও যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ভৈরবমুখী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছলে অন্য আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে রিক্সাটিকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকার চালকসহ গুরুত্বর আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিক্সাচালক সামসুল হককে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত প্রাইভেটকার চালককে গুরুত্ব অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।
আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ