‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও সেরা’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে এক আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এদিকে দুপুরে জেলা প্রেসক্লাবে পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থ্যা (পি.ডি.ই.এস) অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এক সংবাদ সম্মেলন করে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল