দীর্ঘদিন কমিটিবিহীন থাকার পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আরিফ উল আলমকে। রবিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
দ্বিধা বিভক্ত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে আরিফ দলের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুলের অনুসারী। কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়করা হলেন, নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান, সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি ও আশিকুর রহমান রিপন। কমিটির চার সদস্য হলেন ফয়সাল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল।
আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুর দিকে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয় কেন্দ্রীয় সংসদ। এর আগে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কমিটি স্থগিতও করা হয়েছিল।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল