ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেমের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
বৃহস্পতিবার বাদ আসর স্থানীয় চৌরঙ্গী জামে মসজিদে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি আজম খান, মাজেদ মিয়া, গুলজার হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, রেজাউল ইসলাম রেজোয়ান, মারুফ মিয়া, মামুনুর রশিদ, আরিফুজ্জামান অপু, সেলিম হোসেন (ভিপি সেলিম), জান শরিফ মিঠু, তানজিমুল হাসান কায়েস, ভিপি রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং প্রয়াত বিএনপি নেতা আবুল কাসেমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন