সিদ্ধিরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজিঃ নং-বি-১৯৭১ এর পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড শাখা কমিটির সদস্যদের এ পরিচয়পত্র বিতরণ করা হয়।
বুধবার রাতে নাসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনসাব এর ১নং ওয়ার্ড কমিটির প্রধান উপদেষ্টা কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাঁচপরী।
ইনসাবের নাসিক ১নং ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি মোঃ রবিউল আউয়াল ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, ব্যবসায়ী হাজী মোঃ দেলোয়ার হোসেন সরকার, হাজী আব্দুল মতিন, মোঃ আহসান উল্লাহ মাতাব্বর, মোঃ মোস্তফা মিয়া, মোঃ মমিনুল হক, মোঃ মোস্তফা গাজী, মোঃ আবু তালেব, মোঃ মনু মিয়া, মোঃ হারন মিয়া, মোঃ আবু ছালেহ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর, আব্দুর রহিম, মোঃ আনোয়ার হোসেন নাজিম, মোসাঃ নাছিমা বেগম, আব্দুর রহিম, মোঃ ফোরকান হাওলাদার।
শ্রমিকদের স্বার্থ উদ্ধার ও তাদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন