মাদারীপুরের শিবচরে রাস্তার মাটি খুঁড়তে গিয়ে আজ বিকেলে একটি স্টেনগান উদ্ধার করেছে শ্রমিকরা। পরে পুলিশ স্টেনগানটি হেফাজতে নিয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা জানান, পাচ্চর ইউনিয়নের হাজীপুর সড়কে শ্রমিকরা রাস্তার মাটি কাটতে গিয়ে কোদালে প্রথমে লোহার বস্তুর মতো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানা পরিত্যাক্ত অবস্থায় স্টেনগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার