দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী-বিরামপুর পর্যন্ত সড়কটি এখন খানা-খন্দ ভরে গেছে। আর এইসব খানা-খন্দে পড়ছে প্রতিনিয়ত বিবিন্ন ধরনের যানবাহন। এতে করে সৃষ্টি হচ্ছে যানজট আর ছোট সব দুর্ঘটনা। এসবের কারণে প্রায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর-দূরান্তের যাত্রীদের।
আজ ফুলবাড়ী-বিরামপুর সড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষিপুর বাজারের কাছে বিরামপুরগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্র-ট ১৬-৫৩৪২) সড়কের মাঝে সৃষ্ট গর্তে পড়ে গিয়ে আটকে যায়। একই ভাবে অপরদিক থেকে আসা আরো একটি ট্রাক (ঢাকা মেট্র ট ১৬-২২৪৭) একইস্থানে এসে গর্তে আটকে যায়। ফলে কিছু সময়ের জন্য ফুলবাড়ী-বিরামপুর সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় সড়কটির উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগ-ভোগান্তির কবলে দূর-দূরান্তের যাত্রীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার