পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ইউনিয়নের ১২জন কৃষকদের মধ্যে আপদ সহনশীল কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র উদ্যোগে আজ প্রত্যেকে লবন সাহিষ্ণু জাতের ১০ কেজি ধান, সার ও কিটনাশক দেওয়া হয়।
এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মজিবর রহমান, মোহাম্মদ আলী,ওয়ার্ল্ড কর্নসার্ন বাংলাদেশে’র উপজেলা সমন্বয়কারী জেমস রাজিব বিশ্বাস ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ওইসব কৃষকদের দুইদিনের প্রশিক্ষন দেয়া হয়েছে বলে জানা গেছে।
ওয়ার্ল্ড কনসার্ণের বাংলাদেশ’র সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ,ডাব্লু গঞ্জ, লালুয়া, মহিপুর ও লতাচাপলী এ ছয়টি ইউনিয়নের ১২জন দরিদ্র কৃষককে আনুষ্ঠানিকভাবে আপদ সহনশীল এসব কৃষি উপকরণ বিতরণ কার হয়েছে।
ওয়ার্ল্ড কর্নসার্ন বাংলাদেশে’র উপজেলা সমন্বয়কারী জেমস রাজিব বিশ্বাস বলেন, বোর চাষ বৃদ্ধির জন্য আপদ সহনশীল যেসকল জাত আছে তা চাষীদের মাঝে বিস্তার কারার জন্য বিনামূল্যে সার,বীজ বিতারণ করা হয়েছে। ডি আর আর এল এ প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকরা জানান, তাদের প্রত্যেকে দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার