গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পূর্বপাড়া এলাকায় একটি শালিসের মধ্যে প্রতিপক্ষের কিল-ঘুষিতে নাজমুল হক মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভাঙ্গারী মালপত্রের ব্যবসা করতেন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক মন্ডল ওই এলাকার আফতাব উদ্দিন মন্ডলের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন বলেন, একটি শালিসে দুই পক্ষে মধ্যে কিল-ঘুষির ঘটনায় নাজমুল হক মন্ডলের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন