ঝিনাইদহ সদর উপজেলার বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সেই দুই মাদক ব্যবসায়ী হলো সফি মোল্লা (৩৭) ও সজিব হোসেন (১৮)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃত সফি মোল্লা সদর উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল আলীম মোল্লা ছেলে ও সজিব হোসেন একই এলাকার ইব্রাহিম প্রধানের ছেলে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭০০ বোতল ফেনসিডিলের বোতল উধার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গজানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এস আই মকলেচুর রহমান, সেলিম রেজা, এ এস আই সোহেল শেখ, ওবাইদুর রহমান অভিযান চালিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেনসিডিলসহ সফি মোল্লা ও সজিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর