নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত মেঘনা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই যুবকের নাম শহীদ (৪০)। বুধবার রাতে সে এই পরিচয় দিয়ে হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিল।
বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে শহীদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শহীদ আবাসিক হোটেলের রেজিস্টারে (হোটেলের নিবন্ধন খাতায়) নিজের পরিচয় যশোরের কোতয়ালী থানার আরএন রোডের ওমর আশরাফউদ্দিনের পুত্র শহীদ বলে উল্লেখ করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। হোটেল কক্ষের ভেতরে কীটনাশকের একটি খালি বোতল ও কীটনাশকের তীব্র গন্ধ পাওয়া গেছে। মৃতের মোবাইল নম্বরের কললিস্টের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। আর ময়নাতদন্তের রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর