বরিশাল-বানারীপাড়া সড়কের রায়েরহাট এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে ২ নারী যাত্রী নিহত এবং শিশুসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাওয়া বেগম ওরফে ফাতেমা (৩৭) এবং কুন্দিহার গ্রামের তমা ওরফে নুপুর (৩২)। দুর্ঘটনায় ফাতেমার শিশু পুত্র হামিন (৫) সহ মাহেন্দ্র আলফার আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করেছে পুলিশ।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার জোনাকী পরিবহন নামে একটি বাস বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত এলাকা রায়েরহাট অতিক্রমকালে বিপরীতমুখি বানারীপাড়া থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র আলফার সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রতে থাকা যাত্রীদের মধ্যে ২ নারী যাত্রী নিহত এবং টেম্পোর চালক রুহুল আমিন ও শিশু সহ ৩ যাত্রী আহত হয়।
আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক এবং হেলপার পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/৮ ডিমম্বের ২০১৭/হিমেল