দ্বীনি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রসার ভবন ও শিক্ষা কার্যক্রমের ফলক উন্মোচন করেছেন আওলাদে রাসূল রাহনুমায়ে শরীকত ও তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাদ্দাজল্লুহুল আলী)। আজ চট্টগ্রামের আলমগীর খানকা শরীফে আঞ্জুমানের গাউছিয়া কেন্দ্রীয় কমিটি ও খাগড়াছড়ি গাউছিয়া কমিটি জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
উন্মোচন শেষে হুজুর কেবলা নিজেই মাদ্রসার খেদমতের সাথে সম্পৃক্ত ও মাদ্রসার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য দোয়া ও মোনাজাত করেন।
খাগড়াছড়ি গাউছিয়া কমিটি জেলা শাখার পরিচালনায় আনজুমান ও কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সার্বিক সহায়তায় খাগড়াছড়ি কাদেরীয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ১লা জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী ও পর্যায়ক্রমে নবম শ্রেণী পর্যন্ত এ মাদ্রাসা কার্যক্রম চলবে।
ফলক উন্মোচনী অনুষ্ঠানে গাউছিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী, খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বাবায়ক আলহাজ্ব ছালে আহম্মদ, সদস্য সচিব সাংবদিক মো: জহুরুল আলম, পৌর কাউন্সিলর মাসুদুল হক, কমিটির উপদেষ্টা হাজী মাহমুদুল হক, হাজী রফিক উদ্দিন, কামাল হোসেন, ডা:সাইদুল হক, শিক্ষক আলম শাহ্, আজিজুল হক, মো:করিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ