যশোরের বেনাপোল সীমান্ত পথে ২৬ সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল ১০টার দিকে সীমান্তের ছোট আচড়া মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে বিল্লাল (৩০) ও আলী হোসেনের ছেলে ইমরান (৩২)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবর ভিত্তিতে বেনাপোল সীমান্তের ছোট আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দু’জনের কাছ থেকে মোট ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬টি সোনার বার জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/৮ ডিমম্বের ২০১৭/হিমেল