নেত্রকোনা উদীচী শিল্পগোষ্ঠীতে আত্মঘাতী বোমা হামলার এক যুগ পার হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ৫ মিনিট নীরব থাকে নেত্রকোনা। ২০০৫ সালের এদিনে বোমা হামলায় উদীচীর একনিষ্ট কর্মী হায়দার শেলীসহ ৮ জন প্রাণ দিয়েছিলেন। তাদের স্মরণেই প্রতিবছর দিবসটি ট্রাজেডি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এ দিন নেত্রকোনাবাসী সড়কে দাঁড়িয়ে ৫ মিনিট নীরবতার পালন করে। দিবসটি উপলক্ষে শুক্রবার নেত্রকোনা উদীচী শিল্পী গোষ্ঠী ও ট্রাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে সকাল ১০ টা ৪০ মিনিটে ছোটবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ৫ মিনিটের জন্য স্তব্ধ নেত্রকোনা কর্মসূচী পালিত হয়। পরে পৌর শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
উল্লেখ্য, এ দিনে জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল ৯ টার দিকে জেলা শহরের অজহর রোড সংলগ্ন উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আত্মঘাতী কিশোরসহ উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক্স যাদব দাসসহ ৮ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।
বিডি প্রতিদিন/৮ ডিমম্বের ২০১৭/হিমেল